Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
পরিষদ ভবন
Details

মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ ফুলগাজী পরশুরাম রোডের পাশে অবস্থিত। এলাকার উন্নয়নে এ ইউনিয়ন পরিষদের সকল সদস্য কাজ করছেন। নিম্নে পরিষদের বিস্তারিত তুলে ধর হলো-

 

ক) নাম –  মুন্সীরহাট  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –   ১৫  (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –  ৩১,০০০  জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৮  টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৮ টি।

চ) হাট/বাজার সংখ্যা – বড় ছোট মিলে মোট-২০টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাসে, সিএনজি ও রিক্সা।

জ) শিক্ষার হার –  ৮৫%   (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮ টি,

ঞ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-১০ টি, 

ট) উচ্চ বিদ্যালয়ঃ -৬ টি,

ঠ) মাদ্রাসা- ৮ টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব হানিফ আহম্মদ মজুমদার (বাবু)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি। তার মধ্যে উল্লেখযোগ্য বদরপুরে অবস্থিত ১৯২০ সালের তৈরি মসজিদ। যা এলাকার প্রাচীনতম ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –৩ টি । ভারতের ত্রিপুরা থেকে প্রভাহীত সিলোনীয়া নদীর দুপাশের মনোরম পরিবেশ এলাকার মানুষের মনে এনে অনাবিল শান্তি।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৭৫ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                   ১) শপথ গ্রহণের তারিখ –২৪-০৮-২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ –২৫-০৯-২০১১ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –২৪-০৮-২০১৫ইং

ঢ) গ্রাম সমূহের নাম – বদরপুর, মান্দারপুর, করইয়া, কালিকাপুর, নোয়াপুর, কামল্লাহ, পৈথারা, জামমুড়া, ফকিরের খিল, দক্ষিন তারালিয়া, কমুয়া, বালুয়া, চাঁনপুর, দক্ষিন শ্রীপুর, কুতুবপুর, আনন্দপুর, মজুমদার গ্রাম, ফতেপুর ইত্যাদি উল্লেখযোগ্য।

                 

) ইউনিয়ন পরিষদ জনবল –মোট ১৭ জন।

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন (সংরক্ষিত মহিলা সদস্যসহ)।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৪ জন।